প্রকাশিত: Sun, Jun 25, 2023 9:12 PM
আপডেট: Tue, Jan 27, 2026 6:15 PM

ডিসি বললেন প্রিন্টিং ভুল

ঈদে ইসলামী পতাকা উত্তোলনের নির্দেশ দিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রজ্ঞাপন, পরে প্রত্যাহার

আনিস তপন, মুরাদ হাসান: গত ৪ জুন সাতক্ষীরা জেলা প্রশাসনের জারি করা এক আদেশে, ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ঈদের দিন সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ইসলামী পতাকা উত্তোলনের নির্দেশ দেয়া হয়।

এমন আদেশের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে শনিবার প্রজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয় সাতক্ষীরা জেলা প্রশাসন।

এ বিষয়ে সাতক্ষীরার ডিসি মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে টেলিফোনে  যোগাযোগ করে হলে তিনি জানান, এতে আমার কোনো সম্পৃক্ততা ছিলো না। এটি মূলত প্রিন্টিং ভুল হয়েছিলো। ঘটনার তদন্ত চলছে। কাজে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এ সম্পর্কে কিছু জানি না। এখন যেহেতু জানলাম, খোঁজ নিচ্ছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব